Some Butterflies I've Met in Bengal ! .

 Manasi Bandyopadhyay ( Chakrabarti)  


                            '' যত বড়ো হোক ইন্দ্রধনু  , সে সুদূর আকাশে আঁকা,
                            আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা ।''  


জানে কাহারে বলে মধু , তবু
মধুর কী সে-রহস্য জানে না কভু
         পুষ্পপাত্রে নিয়মিত আছে ওর ভোজ
                 প্রতিদিন করে তার খোঁজ
                      কেবল লোভের টানে ,
                           কিন্তু নাহি জানে
      লোভের অতীত যাহা সুন্দর যা , অনির্বচনীয় ,
                 যাহা প্রিয় ,
        সেই বোধ সীমাহীন দূরে আছে
                তার কাছে










'' প্রজাপতি রঙ ভাসালো নীলাম্বরে,

মৌমাছিরা ধ্বনি উড়ায় বাতাস-’পরে।'' 





''প্রজাপতি সেতো বরষ না গণে ,
  নিমেষ গণিয়া বাঁচে ,
সময় তাহার যথেষ্ট তাই আছে ॥''
'' The butterfly does not  count years 
but moments,
 and therefore has enough time.''  


''কত দিন ভাবে ফুল            উড়ে যাবো কবে ,
যেথা খুসি সেথা যাবো          ভারী মজা হবে
তাই ফুল একদিন               মেলি দিল ডানা ,
প্রজাপতি ' লো , তারে        কে করিবে মানা !''


'' ওরে   প্রজাপতি, মায়া দিয়ে   কে যে পরশ করল তোরে

                     অস্তরবির তুলিখানি   চুরি রে॥''


উদ্ধৃতি -- রবীন্দ্রনাথ।Quotation -- Rabindranath Tagore

**************************************************************************************************************

Comments